• Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
মেনু নির্বাচন করুন

কলেজের ইতিহাস


    

        পরাধীনতার  জিঞ্জিরমুক্ত  আধুনিক  বিজ্ঞানসম্মতযুগোপযোগী  সু-শিক্ষায়  শিক্ষিত  একটি  উন্নত  জাতি  গড়ার লক্ষ্যে  বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে  দুনিয়ার দরবারে স্বাধীন সার্বভৌম  বাংলাদেশ  স্থাপন  করেন   বঙ্গবন্ধুর  স্বপ্নের সেই  সোনার  বাংলাকে  বাস্তব  সোনার বাংলা বানাতে বাগেরহাট জেলার সর্বদক্ষিণে সুন্দরবনের কোলে পশ্চাদপদ, অশিক্ষার সূতিকাগার, দারিদ্রসীমার নীচে কাংখিত শিক্ষাবঞ্চিত  দুর্গম উন্নত  যোগাযোগহীন এবং শহরের কোলাহলমুক্ত  এক  দৃষ্টিনন্দন  মনোরম প্রাকৃতিক পরিবেশে  এক লক্ষ পঞ্চাশ হাজার জনসংখ্যা অধ্যুষিত সিডর আইলা বিধস্ত শরণখোলা উপজেলায় একমাত্র স্নাতক (পাস/সম্মান) শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ  শিক্ষার  প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি  করে  বীর  মুক্তিযোদ্ধা    নং সাব  সেক্টরের  সেকেন্ড-ইন- কমান্ড জনাব শামসুল আলম তালুকদার মহোদয় শরণখোলা থানার উপকন্ঠে কিছু সংখ্যক শিক্ষানুরাগী নিয়ে ১৯৭৮ খ্রিঃ রায়েন্দা  মডেল  প্রাথমিক  বিদ্যালয়ে  অস্থায়ীভাবে  গোলপাতায়  নির্মিত  একটি  ঘরে  একজন  অধ্যক্ষচার  জন  শিক্ষক, তিনজন  কর্মচারী  নিয়ে  শরণখোলা  মহাবিদ্যালয়  নামে  কলেজটি  প্রতিষ্ঠা করেন  পরবর্তীতে  শরণখোলা  থানার  ২নং খোন্তাকাটা  ইউনিয়নের  রাজৈর  গ্রামে  এক  মনোরম  পরিবেশে  চারদিকে  লেক  বেষ্টিত  .০৫  একর  জমিতে  ২টি গোলপাতার  ঘর  তৈরী করেন পরের  বছর  ১৯৭৯ খ্রিঃ  কলেজটি  মাধ্যমিক    উচ্চ  মাধ্যমিক  শিক্ষা  বোর্ড  যশোরের স্বীকৃতি   ১৯৯১ খ্রিঃ কলেজটি  রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি (পাসকোর্সের  অধিভূক্তি লাভ  করেবর্তমানে কলেজটিতে  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  অধীনে  ডিগ্রি  (পাসকোর্সে  বি.বি.এস.এসবি.বি.এস    ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স চালু আছে এছাড়াও বাংলাদেশ  কারিগরি  শিক্ষা  বোর্ডের  অধিভূক্ত  পাঁচটি  স্পেসালাইজেশন  এবং  বাংলাদেশ  উন্মুক্ত  বিশ্ববিদ্যালয়ের এইচ.এস.সি স্নাতক (পাস) কোর্স চালু আছে বর্তমানে শরণখোলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ সহ ৮১ (একাশি) জন শিক্ষক-শিক্ষিকা কর্মচারী কর্মরত রয়েছেন বেসরকারি কর্মচারী আছে ১০ (দশ) জন দুই হাজার চারশত শিক্ষার্থী বিদ্যাপীঠে শিক্ষা লাভ করছে

        ১৯৭৮ খ্রিঃ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও বর্তমান গণতান্ত্রিক সরকারের সাবেক সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদীয় আসন বাগেরহাট-০৪ আসনের চার বারের নির্বাচিত এম.পি কলেজ  পরিচালনা  পরিষদের  সম্মানিত  সভাপতি  জনাব  ডাঃ  মোজাম্মেল  হোসেন    গভর্ণিং বডির সদস্যদের পরামর্শক্রমে জনাব মোঃ নুরুল আলম ফকির কে অধ্যক্ষ হিসাবে নিয়োগদান করেন অধ্যক্ষ মহোদয় ০১-০৭-২০১২  খ্রিঃ  যোগদানের  পর  এম.পিমহোদয়ের  নির্দেশনা  দানের  মাধ্যমে  কলেজটি  স্বল্প  সময়ের  মধ্যে কলেজের একাডেমিক কার্যক্রমসহ অবকাঠামো উন্নয়ন, নয়নাভিরাম গেট, বৃহত্তম খুলনা বিভাগের মধ্যে সর্ববৃহৎ শহীদ মিনার, শীতাতাপ নিয়ন্ত্রিত, কলেজ মসজিদ, পর্যবেক্ষণ টাওয়ার, ডাঃ মোজাম্মেল হোসেন অডিটরিয়াম, গেস্ট হাউজ, আধুনিক লাইব্রেরী, ৫টি বিষয় স্নাতক (সম্মান) সহ বিভাগীয় প্রধানদের পৃথক অফিস কক্ষ, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার, ছাত্রী কমনরুম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার-৮৮৪ (H.S.C Degree), সোলার লাইট, ক্যান্টিন, ছাত্রী বাস, সাইকেল গ্যারেজ, অধ্যক্ষের কক্ষ সুসজ্জ্বিতকরণ, শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষকদের জন্য আধুনিক টয়লেট নির্মান যা চোখে পড়ার মত প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান

        মাননীয়  প্রধানমন্ত্রী  জননেত্রী  শেখ  হাসিনা  প্রতিটি  উপজেলায়  একটি  করে  স্কুল    কলেজ  সরকারি করণের  ঘোষণা  দিলে  শরণখোলা  ডিগ্রি  কলেজটি  সরকারি  করণের  জন্য  সাবেক  মাননীয়  সংসদ  সদস্য  জনাব  ডাঃ মোজাম্মেল  হোসেন  মহোদয়  প্রধানমন্ত্রী  বরাবর  স্মারক  নং-বাজাস/সকম/২০১৪-২৩২  তারিখঃ ১০-১১-২০১৪  খ্রিঃ ডিও  লেটার  প্রদান  করেন  ডিও-এর  পরিপ্রেক্ষিতে  প্রধানমন্ত্রী  কার্যালয়  হতে  পরিচালক  আবুল  কামাল  শামসুদ্দিন মহোদয় স্বাক্ষরিত পত্রে প্রতিষ্ঠানটি সরকরিকরণের জন্য শিক্ষামন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন ফলে স্মারক  নং-৭এ/০৯/সি-/২০১৩/৬৬৯৪  তারিখঃ ২৮-০৮-২০১৬  খ্রিঃ  পত্রে  মাধ্যমিক    উচ্চ  শিক্ষা  অধিদপ্তর  অত্র কলেজের নিয়োগ, স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশক্রমে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ১০-০৮-২০১৫ খ্রিঃ অত্র প্রতিষ্ঠান সরকারিকরণের লক্ষ্যে পরিদর্শন করেন অতপর শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য Deed of Gift সম্পাদনের লক্ষ্যে অধিবেশন নং- ৩২/২০১৭, আলোচ্য সূচি-০২ গভর্ণিং বডির সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এম.পি. মহোদয় গভর্ণিং বডির সদস্য   জনাব   এ্যাডঃ   হাবিবুর   রহমান   তালুকদার,   জনাব   আলহাজ্ব   মোঃ   সাইফুল   ইসলাম   (খোকন), জনাব  মোঃ  আসাদুজ্জামান  (মিলন),  জনাব  মোঃ  একরামুল  কবির  (কিসলু),  জনাব  মোঃ  সুলতান  আহম্মেদ  গাজী, জনাব  আবুল  কাসেম  সেপাই  এবং  শিক্ষক  প্রতিনিধি  জনাব  অসীম  কুমার  দাসজনাব  আমিনুল  ইসলাম  (মামুন সুপর্ণা  রানী মিস্ত্রী  সহ সকল সদস্যবৃন্দ কলেজের অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আলম ফকির কে ক্ষমতা অপর্ণ করেন গভর্নিং বডির পক্ষ থেকে জনাব এ্যাডঃ মোঃ হাবিবুর রহমান তালুকদার-এর উপস্থিতিতে শরণখোলা সাব রেজিস্টার ১১-০৫-২০১৭  খ্রিঃ  দলিল  নং-১১০৪/২০১৭বহি  নং-০১  মাধ্যমে  কলেজের  যাবতীয়  স্থাবর-অস্থাবর  সম্পত্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকারের  সচিবমাধ্যমিক    উচ্চ  শিক্ষা  বিভাগ, শিক্ষামন্ত্রণালয়গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের  অনুকূলে  দানপত্র  দলিল  সম্পাদন  করা  হয়  সরকারিকরণের  জন্য  কলেজের  মালিকানাধীন সকল  সম্পত্তি হস্তান্তর করা অপরিহার্য

       বর্তমানে কলেজকে দৃষ্টিনন্দন করার জন্য তৈরি করা হয়েছে ফুলের বাগান, গাছের সৌন্দর্য বর্ধনের জন্য গাছে রং করা সহ গোড়া বাঁধাই করা হয়েছে এবং বসার জন্য তৈরি করা হয়েছে অসংখ্য বৈঠক খানা মুজিব বর্ষে রোপন করা  হয়েছে  অসংখ্য  বনজফলজ    ঔষধি  গাছ   করোনাকালীন  সময়ে  শিক্ষাকার্যক্রমকে  এগিয়ে  নেয়ার  জন্য শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইন ক্লাশ, অ্যাসাইনমেন্ট   বাস্তবায়নসহ Sharankhola Govt. Degree College Facebook Page এবং Sharankhola Govt. Degree College  নামে Youtube Channel চালু করা হয়েছে যেখানে নিয়মিত ক্লাশ আপলোড দেয়া হয়, যাতে শিক্ষার্থীরা সহজে পাঠদান দেখতে পায়