• Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
মেনু নির্বাচন করুন
Md. Nurul Alam Fakir, Principal

মোঃ নূরুল আলম ফকির

অধ্যক্ষ, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ

 

 

     অধ্যক্ষ  মোঃ  নূরুল  আলম  ফকির।  ১৯৬৭  সালের  ১৩ই  আগস্ট  বাগেরহাট  জেলার  মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামে জন্মগ্রহণ করেন। মোরেলগঞ্জ আদর্শ পাঠশালা থেকে ১৯৭৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। মোরেলগঞ্জ এ.সি.লাহা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে এস.এস.সি. ও মোরেলগঞ্জ সিরাজ  উদ্দিন  মেমোরিয়াল  কলেজ  থেকে  ১৯৮৫  সালে  এইচ.এস.সি.  পাস  করেন।  এরপর  খুলনা  সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি এবং সরকারি বি.এল. কলেজ, খুলনা থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অজর্ন করেন। শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ২১ (একুশ) দিনের প্রশিক্ষণ লাভ করেন।

 

       মোরেলগঞ্জ উপজেলার বি.পি.জি.এম. মাধ্যমিক বিদ্যালয়ে ০১-০১১-১৯৮৯ খ্রিঃ থেকে তার শিক্ষকতা জীবন শুরু হয়। ৮ (আট) মাস শিক্ষকতা করে চাকুরী থেকে পদত্যাগ করে তিনি খুলনা টিটি কলেজ থেকে বি.এড.  ডিগ্রি  ও  পরে  মাস্টার্স ডিগ্রি অর্জন  করেন।  অতপর  ৩০-০৬-১৯৯৬ খ্রিঃ  সিরাজ  উদ্দিন মেমোরিয়াল কলেজে সাচিবিক বিদ্যা বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। শরণখোলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় ৩০-০৬-২০১২ খ্রিঃ উক্ত কলেজ থেকে পদত্যাগ করেন এবং ০১-০৭-২০১২ খ্রিঃ শরণখোলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে কলেজের একাডেমিক কার্যক্রমসহ অবকাঠামো উন্নয়ন,  নয়নাভিরাম  গেট,  বৃহত্তম  খুলনা  বিভাগের  মধ্যে  সর্ববৃহৎ  শহীদ  মিনার,  শীতাতাপ  নিয়ন্ত্রিত  কলেজ মসজিদ, পর্যবেক্ষণ টাওয়ার, ডাঃ মোজাম্মেল হোসেন অডিটরিয়াম, গেস্ট হাউজ, আধুনিক লাইব্রেরী, ৫টি বিষয় স্নাতক (সম্মান) সহ বিভাগীয় প্রধানদের পৃথক অফিস কক্ষ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, ছাত্রী কমনরুম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার-৮৮৪ (H.S.C Degree), সোলার লাইট, ক্যান্টিন, ছাত্রী নিবাস, সাইকেল গ্যারেজ,  অধ্যক্ষের  কক্ষ  সুসজ্জ্বিতকরণ,  শিক্ষার্থীদের  জন্য  বিশুদ্ধ  পানির  ব্যবস্থা,  শিক্ষকদের  জন্য  আধুনিক টয়লেট নির্মান এবং সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব ডাঃ মোজাম্মেল হোসেন এর প্রধান পৃষ্ঠপোষকতায় কলেজটি ০৮-০৮-২০১৮ খ্রিঃ সরকারিকরণ করা হয়।

 

        তিনি ব্যক্তিগত জীবনে ২ (দুই) সন্তানের জনক। কণ্যা তাবাসসুম আলম তিথি। ২০২০ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা থেকে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় এবং পুত্র রাহাতুল আলম সিয়াম ঢাকা আদজমী ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে ইংরেজি ভার্সনে অধ্যয়নরত। স্ত্রী উম্মে সালমা সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ-এ তথ্য প্রযুক্তি বিষয়ে প্রদর্শক হিসাবে কর্মরত আছেন।

………………………..