B.N.C.C (Bangladesh National Cadet Core) সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত একটি সংগঠন। ইহা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নভেম্বর, ১৯২৭ সালে ১০০ জন ছাত্র-ছাত্রী ও ১৭ জন শিক্ষককে প্রশিক্ষণদানের মাধ্যমে অগ্রযাত্রা শুরু করে। বর্তমানে সমগ্র বাংলাদেশে পাঁচটি রেজিমেন্টের (রমনা রেজিমেন্ট, কর্ণফুলি রেজিমেন্ট, ময়নামতি রেজিমেন্ট, মহাস্থানগড় রেজিমেন্ট ও সুন্দরবন রেজিমেন্ট) মাধ্যমিক অনেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম অব্যাহত আছে। এর মূলনীতি হলো শিক্ষা ও শৃঙ্খলা। এর সদর দপ্তর সেক্টর নং-০৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। বর্তমানে সমগ্র রেজিমেন্টের দায়িত্বে নিয়োজিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খাঁন এবং সুন্দরবন রেজিমেন্টের দায়িত্বে আছেন লেঃ কর্ণেল হাসান মাহমুদ।
লক্ষ ও উদ্দেশ্যঃ
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক তৈরির জন্য প্রশিক্ষণ দেয়া যাতে করে তারা সংগঠিত হয়ে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে শৃঙ্খলিত ভাবে দেশের সেবা করতে পারে।
দায়িত্ব ও কর্তব্যঃ
১) জাতীয় প্রয়োজনে দেশের সেবার নিয়োজিত হওয়া।
২) মানুষে তৈরী অথবা প্রাকৃতিক দুর্যোগে দেশ ও দেশের জনগণের সেবায় নিয়োজিত হওয়া।
৩) জাতীয় প্রয়োজনে সামরিক বাহিনীর সাথে কাজ করা।
৪) সরকার প্রদত্ত যে কোন দায়িত্ব পালন করা।
সুযোগ-সুবিধাঃ
১) সামরিক বাহিনীতে চাকুরির সুবিধা।
২) ছাত্র জীবনে সামরিক প্রশিক্ষণের সুবিধা।
৩) সরাসরি আই.এস.এস.বি তে যোগদানের সুযোগ।
৪) বিভিন্ন সেনা সদর ও বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শণের সুযোগ।
৫) সরকারিভাবে নেপাল, ভারত, সিঙ্গাপুর ও মালদ্বীপ ভ্রমণের সুবিধা।
৬) এস.এস.সি. ও এইচ.এস.সি. তে ক্যাডেটদের সরকারিভাবে বিশেষ বৃত্তির ব্যবস্থা।
এ লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে অতিসত্ত্বর শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ সুন্দরবন রেজিমেন্টের অধীনে এক প্লাটুন ক্যাডেট চালু করতে যাচ্ছে।