• Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
মেনু নির্বাচন করুন

উচ্চ মাধ্যমিক (বি.এম)


  • উচ্চ মাধ্যমিক পর্যায়ে ০৫ স্পেশালাইজেশন আছে।

 

ভর্তি সময়ঃ

  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে (বি.এম.) ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলে অত্র কলেজ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ website-এ সাথে সাথে প্রকাশ করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের ভর্তির জন্য online-এ আবেদন করতে হয়।

 

আসন সংখ্যাঃ

১) হিসাবরক্ষণ-                 ৪০টি।

২) ব্যাংকিং-                    ৪০টি।  

৩) কম্পিউটার অপারেশন-     ৪০টি।

৪) উদ্যোক্তা উন্নয়ন-            ৪০টি।

৫) মানবসম্পদ-                ৪০টি।

 

ভর্তির ফিঃ সরকারি কলেজ সরকারি কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করে কলেজ ভর্তি হওয়া যাবে।

 

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • এস.এস.সি. বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রীপ্ট।
  • এস.এস.সি. বা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসা পত্র, মূল ট্রান্সক্রীপ্টের ফটোকপি-২ সেট।
  • চার কপি পার্সপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাক গ্রাউন্ড)।

 

ক্রমিক নং

স্পেশালাইজেশন

বিষয়ের নাম

একাদশ শ্রেণি

দ্বাদশ শ্রেণি

১.

হিসাবরক্ষণ

প্রোডাকশন প্লানিং ও বিমা

উচ্চতর হিসাবরক্ষণ

২.

ব্যাংকিং

ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা

ব্যাংকিং ও হিসাবরক্ষণ

৩.

কম্পিউটার অপারেশন

কম্পিউটার প্রোগ্রামিং কনসেপ্টস

ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

৪.

উদ্যোক্তা উন্নয়ন

ব্যবসায় উদ্যোগ

ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা

৫.

মানবসম্পদ

মানবসম্পদ ব্যবস্থাপনা

লাইফ স্কিল ডেভেলপমেন্ট