• Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
মেনু নির্বাচন করুন
Dr. Mozammel Hossain, Former M.P. , The main sponsor of government

ডাঃ মোজাম্মেল হোসেন, সাবেক এম.পি.


 

 

      

  সাবেক এম.পি. জনাব ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে ১লা  আগস্ট  ১৯৪০  খ্রিঃ  জন্মগ্রহণ  করেন।  তিনি  ফরিদপুর  জেলা  স্কুল  থেকে  এস.এস.সি.  এবং  “সরকারি  পি.সি. কলেজ” বাগেরহাট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস. ডিগ্রি লাভ করার পর প্রথমে মোরেলগঞ্জ ও পরে বাগেরহাটে চিকিৎসা সেবায় নিয়োজিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। মোরেলগঞ্জ এবং  শরণখোলা উপজেলার অসহায় ও গরীব মানুষকে বিনা ফি তে চিকিৎসা সেবা প্রদান শুরু করেন। কোন রোগীর ঔষধ কেনার সামর্থ না থাকলে, তিনি নিজের টাকা দিয়ে ঔষধ কিনে দিতেন। এভাবে  তিনি  বাগেরহাট  জেলায়  একজন  ভাল  ডাক্তার  তথা  গরীবের  ডাক্তার  হিসেবে  পরিচিতি  লাভ  করেন।  তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এম.পি. হিসাবে বাগেরহাট-১ ও ৪ আসন থেকে ৪ বার এম.পি. নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

 

        তিনি প্রতিমন্ত্রী ও সাংসদ থাকাকালীন দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শরণখোলা ডিগ্রি কলেজের পচিালনা  পরিষদের  সম্মানীত  সভাপতির  দায়িত্ব  পালন  করেন  ১৯৯৬  থেকে  ২০০১  এবং  ২০০৯  থেকে  ২০১৮  খ্রিঃ পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শরণখোলা ডিগ্রি কলেজটি ০৮-০৮-২০১৮ খ্রিঃ সরকারিকরণ করা হয়। সরকারিকরণে  প্রধান  পৃষ্ঠপোষক  এর  দায়িত্ব  পালন  করেন  জনাব  মোঃ  মোজাম্মেল  হোসেন।  শরণখোলা  সরকারি কলেজের  শিক্ষক-কর্মচারী  সহ  শরণখোলাবাসী  তার  নিকট  চিরকৃতজ্ঞ। শরণখোলাবাসী  তথা  অত্র  কলেজের  শিক্ষক-কর্মচারীর  তার  নিকট  চিরকৃতজ্ঞ।  এই  মহান  ব্যক্তিত্ব  গত  ১০  জানুয়ারী ২০২০  খ্রিঃ  বঙ্গবন্ধু  শেখ  মুজিব  মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান, আত্মীয় স্বজন ও  অগণিত গুণগ্রাহী  রেখে যান। ডাঃ মোঃ  মোজাম্মেল  হোসেন-এর একমাত্র পুত্র  সন্তান প্রফেসর ড. মাহামদু হোসেন,  খুলনা  বিশ্ববিদ্যালয়  ভি.সি.  হিসেবে  কর্মরত  আছেন।  আমরা  মরহুমের  রূহের  মাগফিরাত  এবং  তাঁর  সন্তান ভি.সি. ড. মাহামুদ হোসেন-এর দীর্ঘায়ু কামনা করছি।