• Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
মেনু নির্বাচন করুন

স্নাতক (সম্মান)


  • স্নাতক (সম্মান) কোর্সঃ ৪ বছর মেয়াদী।

 

ডিগ্রি সমূহঃ

  • বি.এ. (সম্মান)-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
  • বি.এস.এস. (সম্মান)-সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান।
  • বি.বি.এস. (সম্মান)-হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা।

 

ভর্তি যোগ্যতাঃ

  • এস.এস.সি. বা সমমান পরীক্ষায় জি.পি.এ-৩.০০।
  • এইচ.এস.সি. বা সমমান পরীক্ষায় জি.পি.এ-২.৫০।
  • সংশ্লিষ্ট বিষয়ে জি.পি.এ-৩.০০।

 

ভর্তি প্রক্রিয়া ও সময়ঃ

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের ২ মাসের মধ্যে অনলাইনে ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
  • ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী অত্র কলেজকে পছন্দক্রম এক রেখে বিষয় নির্বাচন করে অনলাইনে আবেদন করতে হয়।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফলাফল প্রকাশ করলে মেধা তালিকায় নাম থাকলে অত্র কলেজে ভর্তি হওয়ায়।
  • রিলিজ স্লিপের মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে অত্র কলেজে যে কোন বিষয়ে ভর্তি হওয়া যাবে।

 

ভর্তি ফিঃ উপরোক্ত ডিগ্রি সমূহের যে কোন একটি বিষয়ে ভর্তি হতে সার্বসাকুল্যে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা কলেজে পরিশোধ করতে হয়।

 

ড্রেসঃ কলেজ ওয়েব সাইটে প্রকাশিত ড্রেস।

 

আসন সংখ্যাঃ

  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগঃ ২০ জন।
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগঃ                      ৫০ জন।
  • সমাজবিজ্ঞান বিভাগঃ                             ৫০ জন।
  • হিসাববিজ্ঞান বিভাগঃ                             ৫০ জন।
  • ব্যবস্থাপনা বিভাগঃ                      ১০০ জন।

 

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রীপ্ট।
  • এস.এস.সি, এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসা পত্র, মূল ট্রান্সক্রীপ্টের ফটোকপি-২ সেট।
  • চার কপি পার্সপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাক গ্রাউন্ড)।