• Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
  • Sharankhola Govt. Degree College - Slide
মেনু নির্বাচন করুন

ইন-হাউজ ট্রেনিং


 

ইন-হাউস ট্রেনিং হল সেই সংস্থার দ্বারা অভ্যন্তরীণ উন্নত শিক্ষার সুযোগের জন্য একটি প্রশিক্ষণ প্রোগ্রাম। শিক্ষা প্রতিষ্ঠানে ইনহাউজ ট্রেনিং বলতে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ ও শিক্ষক-শিক্ষিকা, স্টাফদের দ্বারা পরিচালিত কার্যক্রমকে বুঝায়। এই প্রকার ট্রেনিং এ ট্রেনিং পরবর্তী ফলোআপ অথবা  শিক্ষক-শিক্ষিকা, স্টাফদের জ্ঞান, দক্ষতা ঝালাই বা বৃদ্ধি করা সহজ হয়।

 

আইসিটি বিষয়ক ইন-হাউস প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করে ডিজিটাল বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। গত ১৫ জুন থেকে সারাদেশে একযোগে শুরু হয় আইসিটির উপর ইনহাউজ প্রশিক্ষণ। আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের মাধ্যমে মাঠপর্যায়ে শিক্ষকদের মাঝে এ প্রশিক্ষণ পরিচালনা করা হয়। সকল শিক্ষককে আইসিটিতে পারদর্শী করে গড়ে তোলা বিশেষ করে ডিজিটাল কনটেন্ট এর সাহায্য শ্রেণি কার্যক্রম পরিচালনায় দক্ষ করে তোলার জন্য সরকারের এই উদ্যোগ।

 

সারাদেশের ন্যায় বাগেরহাট জেলায় শরণখোলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে প্রতি তিন মাস পর পর ছয় দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

অংশগ্রহণকারী শিক্ষকদের কম্পিউটার পরিচিতি, মডেম ইনস্টলেশন, ইন্টারনেট, ই-মেইল, শিক্ষক বাতায়ন, ট্রাবল শ্যুটিং, পাঠ পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপন, ফোল্ডার ও ফাইল তৈরি, বাংলা ও ইউনিকোডের ব্যবহার, এমএস পাওয়ার পয়েন্ট অনুশীলন, মুক্তপাঠ, পরিকল্পনা প্রণয়ন ও বিবেচ্য বিষয় (মডেল কন্টেট প্রদর্শন), বাংলা টাইপ অনুশীলন, ভিডিও সংগ্রহ, স্লাইডে ভিডিও ক্লিপের ব্যবহার, মডেল কন্টেন্ট পর্যালোচনা সহ আইসিটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

ছয় দিনব্যাপী ইনহাউস গ্রহণের ফলে মাল্টিমিডিয়া ক্লাসের জন্য কন্টেন্ট তৈরি, মাল্টিমিডিয়ায় পাঠদান, কম্পিউটার ব্যবহারসহ শিক্ষাদানে কম্পিউটারের ব্যবহার শিখানো হয়। যার ফলে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এখন থেকে শিক্ষার্থীদের আরও ফলপ্রসূ পাঠদানে সক্ষম হবে। সরকারের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ক্লাস্টারভিত্তিক এ প্রশিক্ষণ চলতে থাকলে শিক্ষকদের গুনগত মানের অনেক পরিবর্তন হবে বলে আমরা আশা করি। এ প্রশিক্ষণ গ্রহনের ফলে শিক্ষকদের মধ্যে আইসিটি ভীতি দুর হচ্ছে, তারা কম্পিউটারের টুকিটাকি বিষয়গুলো আয়ত্ত করতে পারছে।

 

শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় বলেন সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে বলে আমি মনে করি। সকল শিক্ষককে আইসিটিতে পারদর্শী করতে পারলে এবং ক্লাষ্টার ভিত্তিক এ প্রশিক্ষণ চালিয়ে গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অংগীকার সরকারের রয়েছে তা শতভাগ সফল হবে।

---------০----------